প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলে বড় জয়ে শুরু বাংলাদেশের

   
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, ২২ ডিসেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনুর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩-০ সেটে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশে ভলিবল ফেডারেশনের আয়োজনে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচের প্রথম সেটে ২৬-২৪, দ্বিতীয় সেটে ২৫-২২ এবং তৃতীয় সেটে ২৫-২১ পয়েন্টে নেপালকে হারায় বাংলাদেশ। স্বাগতিক দলের আল আমিন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ ইউনুস।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে নেপাল, কিরগিজস্তান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশ অংশগ্রহন করছে। আজকের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে কিরগিজস্তান ও শ্রীলংকা। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস উদ্দিন মোল্লা, এমপি।

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ইউনিক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী সহ অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: