প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোস্তফা কামাল

সখিপুর, টাঙ্গাইল প্রতিনিধি

সখীপুরে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু

   
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০২২

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সখীপুর-বাটাজোর সড়কের পাথারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— উপজেলার বাগবেড় গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মাসুদ রানা (২৮) ও তাঁর ভাগ্নে একই গ্রামের আবদুস সালামের ছেলে সাকিব হাসান (২০)। নিহত মাসুদ রানা ময়মনসিংহের ভালুকার বাটাজোর বাজারে মেশিনারিজ ব্যবসা করতেন। ভাগনে সাকিব ওই দোকানের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, সকালে মামা–ভাগ্নে একসঙ্গে বাড়ি থেকে মোটরসাইকেলে ব্যবসাস্থল বাটাজোর বাজারে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে পাথারপুর পুরাতন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মামা-ভাগ্নে নিহত হন। চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান।

গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আনোয়ার হোসেন বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনায় মামা- ভাগ্নে নিহত হওয়ায় দরিদ্র দুটি পরিবার নিঃস্ব হয়ে গেল। উপার্জনের কেউ থাকলো না। দুই সন্তান নিয়ে মাসুদের স্ত্রী পাগল প্রায়। শাকিবের স্ত্রী সন্তান সম্ভাবা।’

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে দুটি লাশ উদ্ধার করে সখীপুর থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক
পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: