৭৮ দিনেই কোরআন মুখস্থ করল চার শিশু

কুমিল্লার দেবিদ্বারে মাত্র ৭৮ দিন সময়ের মাঝেই সম্পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছেন চার শিশু। তারা সবাই জেলার দেবিদ্বার জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদরাসার শিক্ষার্থী। গত বুধবার (২১ ডিসেম্বর) তাদের কোরআন হেফজ শেষ হয়।
কোরআন হেফজ শেষ করা এই শিশুরা হলেন- দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ এলাকার আবু তাহেরের মেয়ে হালিমা আক্তার (১২), ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সাদিয়া আক্তার (১১), একই উপজেলার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের ইদন মিয়ার মেয়ে ইসরাত জাহান স্বর্ণা (৯) এবং দেবিদ্বার উপজেলার হেতিমপুর গ্রামের লিটন মিয়ার মেয়ে ইফরাত আক্তার (৯)।
মাদরাসার হেফজ বিভাগের শিক্ষিকা হাফেজা মাকসুদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেড় বছর আগে তারা মাদরাসায় ভর্তি হয়। প্রাথমিক শিক্ষা শেষ করে চলতি বছরের ২ অক্টোবর আমার তত্বাবধানে কোরআন শরীফ হেফজ শুরু করেন। মাত্র ৭৮ দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করেন। তারা চারজন খুবই মেধাবী। তাদের একবার বুঝিয়ে দেওয়া পড়া আরেকবার বুঝাতে হয়নি। যার কারণে স্বল্প সময়ের মধ্যে তারা কোরআনে হাফেজা হতে পেরেছে। এটা অনেকটাই বিস্ময় কর।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: