কাফনের কাপড় কেনার সামর্থ্য নেই বলে টাকা তুলতেন সাঈদ

ছবি - প্রতিনিধি
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে আবু সাইদ (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৪। গ্রেফতারকৃত আবু সাঈদ সব-সময় ধর্মীয় লেবাসে চলাফেরা করতো। শিক্ষক না হয়েও বিভিন্ন মাদ্রাসার নাম ভাঙিয়ে ঘুরে ঘুরে টাকা তুলতেন। রাস্তা,পার্কে কিংবা যানবাহনে চড়ে কান্না-জড়িত কণ্ঠে বিভিন্ন লোকদের বলত বাবা-মা কিংবা ভাই-বোনের যে কেউ মারা গেছে। মরদেহ বাড়িতে আছে, আপনারা সহায়তা করলে কাফনের কাপর কিনে দাফন করবেন বলে টাকা আদায় করতেন বলেও জানিয়েছে র্যাব।
গ্রেফতার-কৃত জেলার ভালুকা পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহ র্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২১ ডিসেম্বর) দ্বিবাগত রাতে ভালুকা পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে র্যাব-১৪’র সিনিয়র এএসপি বেলায়েত হোসেন বলেন, গ্রেফতারকৃত আবু সাঈদ কোন মাদ্রাসায় শিক্ষকতা না করেও নিজেকে মাদ্রাসা শিক্ষক বলে পরিচয় দিয়ে উন্নয়ন কাজের নামে টাকা তুলতেন। আবু সাইদ প্রতারকচক্রের হোতা। গোপন সংবাদের ভিত্তিতে অবস্থানের তথ্য পেয়ে তাকে আটক করা হয়েছে। পরে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়েরের পর আজ শুক্রবার তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: