গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

রাসেল শেখ, গাজীপুর থেকে: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধসহ ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ভবানীপুর এলাকায় এবং গাজীপুর মহানগর সালনা এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর উত্তরপাড়া সিরাজুল ইসলামের ছেলে নাজমুল আলম (রনি) (২৬)। এবং নেত্রকোনা জেলার বালিজুড়ি থানার পন কেন্দুয়া গ্রামের মৃত হারেসের ছেলে সাদেক হোসেন (৫৫)।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার সকালে নাজমুল আলম (রনি) মোটরসাইকেল চালিয়ে বাঘের বাজার কর্মস্থলের দিকে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে সে মাথায় ও শরীরে আঘাত পেয়ে গুরুতর আহত হয়।পরে পথচারী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে শুক্রবার বিকেলের গাজীপুর মহানগর সদর থানাধীন সালনা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পিকআপভ্যানের ধাক্কায় ইজিবাইক যাত্রী সাদেক হোসেন নামে এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়। এসময় পিকআপভ্যান গাড়িটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় হুমায়ুন কবির এবং ইজিবাইক চালক রুবেল আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
গাজীপুর সদর থানার এসআই মোসারফ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: