প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

স্বপ্নীল দাস

পটুয়াখালী প্রতিনিধি

আর্জেন্টিনা’র শোভাযাত্রায় শারীরিক প্রতিবন্ধী’র অংশগ্রহন

   
প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

বিশ্বকাপ বিজয়ের আনন্দ উচ্ছাসে এখনও ভাসছে অজপাড়াগাঁও। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পটুয়াখালীর বাউফলে লোক সাহিত্যের ঐতিহ্যবাহী পোষাক ধুতি পাঞ্জাবি পড়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় আনন্দ র‌্যালী করেছে আর্জেন্টিনা সমর্থকরা।

আনন্দ র‌্যালীতে সুসজ্জিত ঘোড়ায় চড়ে পতাকা হাতে নিয়ে উল্লাস প্রকাশ করে ফুটবল প্রেমীরা। বৃহস্পতিবার বিকাল ৩ টায় পৌর শহরের মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া প্যালেস সংলগ্ন ইলিশ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সহ উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা ওয়াদুদ মিয়া প্যালেসের সামনে এসে শেষ হয়। পরে সেখানে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন ফুটবল ভক্তরা।

এ বর্ণাঢ্য কর্মসূচীতে হুইল চেয়ার নিয়ে কায়েদ ইসলাম নামের (১৭) এক শারীরিক প্রতিবন্ধী কিশোর অংশ নেয়ায় আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। আনন্দ র‌্যালী শেষে বাউফল উপজেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠি পথচারি দোকানী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: