প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

কলকাতার হয়ে আইপিএল মাতাবেন সাকিব আল হাসান

   
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ২৩ ডিসেম্বর ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসরের নিলামে দল পেলেন বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি আইপিএলের মাঠে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) হয়ে খেলবেন। শুক্রবার কোচিতে চলছে আইপিএলের আগামী আসরের জন্য সংক্ষিপ্ত পরিসরের খেলোয়াড় নিলাম।

সেখানে শুরুতে দল না পেলেও পরবর্তী সময়ে দল পেলেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১.৫ কোটি ভারতীয় রূপি। সাকিব ছাড়াও প্রথম দফায় অবিক্রীত থাকলো আরেক টাইগার লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ। ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্মের পরেও তাদেরকে কিনতে আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।

তবে প্রথম দফায় অবিক্রীত থাকলেও, শেষ দফায় দল পেয়েছেন সাকিব। নিলামের শেষ পর্বে আবারও শাহরুখের দলেই জায়গা পেলেন তিনি। এদিকে আইপিএল এর পঞ্চম আসর থেকেই নিয়মিত মুখ ছিলেন বাংলার পোস্টার বয়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। এরপর ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ শিবিরে যুক্ত হন।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: