প্রচ্ছদ / সারাবিশ্ব / বিস্তারিত

মোঃ হাবিবুর রহমান

নড়াইল প্রতিনিধি

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ২০

   
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ২৪ ডিসেম্বর ২০২২

রাশিয়ায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) দেশটির পশ্চিম সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভো শহরে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, স্থানীয় সময় শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে আগুন লাগে দোতলা সেই বৃদ্ধাশ্রমটিতে। সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত হওয়ায় আগুন লাগার পর অত্যন্ত দ্রুত তা ভবনের চারদিকে ছড়িয়ে পড়ে এবং ভবনটির একতলার কিছু অংশ বাঁচলেও দোতলা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

বিবিসি জানায় আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের উপর কাজ চালিয়ে যাচ্ছে।প্রাথমিক তদন্তে জানা গেছে, ভবনটির মূল হিটিং বয়লারে গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত।নগর প্রশাসনের কর্মকর্তারা জানান, বৃদ্ধাশ্রমে হতাহতদের প্রত্যেকেই বয়স্ক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই বৃদ্ধাশ্রমটি নির্মাণ ও পরিচালনা করে আসছিলেন ভবনটির মালিক। ইতোমধ্যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেজানুল/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: