পদ্মায় গোসলে নেমে স্ত্রীর মৃত্যু, একদিন পর মিলল স্বামীর মরদেহ

স্ত্রীকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া সেই ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদেরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শনিবার বেলা (২৪ ডিসেম্বর) ১১টা ১০ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের লিডার আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,সালাউদ্দিনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এর আগে গতকাল শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের বালিগ্রাম এলাকার পদ্মা চরে পারিবারিক পিকনিকে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভিরের। ওই সময় পদ্মা ডুবে নিখোঁজ হন ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি ইউনিটকে ঘটনাস্থলে গিয়ে দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সন্ধানে অভিযান চালান। কিন্তু আলোর স্বল্পতার কারণে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার সকালে আবারো উদ্ধার অভিযান চালিয়ে ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম জানান, ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে মরদেহ।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: