শেষ বিকেলের ঝড়ে ভারতীয়দের কাঁপাচ্ছে বাংলাদেশ

ছবি - সংগৃহীত
ভারতের শেষ ইনিংসের টার্গেট মাত্র ১৪৫ রান। হাতে দুই দিনের বেশি সময়। লম্বা লাইন আপের ভারতীয়রা সহজে ম্যাচ জিতে নেবে বলেই মনে হচ্ছিল। তবে শীতের বিকেলে এক পশলা ঝড়ে ভারতীয়দের কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশি বোলাররা। ৩১ রান তুলতেই ভারতীয়দের ৩ উইকেট তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসানরা।
বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে মাত্র ২২৭ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ভারত তুলেছিল ৩১৪ রান। ৮৭ রানে এগিয়ে থাকা ভারতীয়দের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে লিটন দাস এবং জাকির হাসান এর ব্যাটিং নৈপুণ্যে ২৩১ রান তোলে বাংলাদেশ। ১৪৪ রানের লিড নিয়ে ভারতীয়দের শেষ ইনিংসে ব্যাটিং করতে পাঠায় টাইগাররা। ১৪৫ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই ভারতের উইকেট তুলে নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ফিরিয়ে দেন ভারতের অধিনায়ক লোকেশ রাহুলকে।
এরপর বল হাতে নিয়ে নিজের প্রথম বলে উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজও। ফিরিয়ে দেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাকে। স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন তিনি। শেষ বিকেলে ভারত এরপর মাঠে নামায় নাইটওয়াচম্যান আক্সার প্যাটেলকে। নাইটওয়াচম্যান ঠিকই টিকে গেলেও শেষ পর্যন্ত আউট হয়ে যান শুভমান গিল। দলীয় ৩২ রানে আউট হয়েছিলেন বিরাট কোহলিও। তবে রিভিউ নিয়ে সে যাত্রায় বেঁচে যান তিনি।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: