প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

চরফ্যাসনে ভোট কেন্দ্র থেকে চাইনিজ ছুড়িসহ মেম্বার প্রার্থীর ভাই গ্রেফতার

   
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২২

আরিফ হোসেন, চরফ্যাসন (ভোলা) থেকে: ভোলার চরফ্যাসনে ভোটকেন্দ্র থেকে চাইনিজ ছুড়িসহ শাহাবুদ্দিন নামের এক মেম্বার প্রার্থীর আপন ছোট ভাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নীলকমল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান (প্রশাসন ও অর্থ) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার শামসুদ্দিন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শাহাবুদ্দিন ডাক্তারের আপন ছোট ভাই এবং রুহুল আমীনের ছোট ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান খান জানান, গ্রেফতার শামসুদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভোলার চরফ্যাসন উপজেলার তিন ইউনিয়নে আজ ২৯ ডিসেম্বর সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: