প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মো. আবদুর রউফ

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে সাংবাদিকদের ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে পিআইবি

   
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, ২৯ ডিসেম্বর ২০২২

খাগড়াছড়ি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দুই দিনব্যাপী ‘ফ্যাক্ট চেক বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এর আগে বুধবার (২৮ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে বিকালে ৩৫ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।

এসময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)র সহকারী পরিচালক মো. জাকির হোসেন।

এসময় স্থানীয় পত্রিকা দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মোহাম্মদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৩৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে ফ্যাক্ট চেকিং টুলস, ভুয়া তথ্য যাচাই, সামাজিক মাধ্যমে ভুয়া সংবাদ ছড়ানোর প্রবণতা ও ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুন। এছাড়াও ফ্যাক্ট চেকিং টুলসের ব্যবহার, ফ্যাক্ট চেক প্রতিবেদন লেখার কৌশল, ভুয়া ছবি ও ভিডিও চিত্রের ফ্যাক্ট চেক করার পদ্ধতি, ফ্যাক্ট চেকিং সাইট পর্যবেক্ষণ ও সত্যতা যাচাই এবং সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে বিস্তর ধারণা দেন

প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি)র উপ-পরিচালক জাকির হোসেন ও পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ। দ্বিতীয় দিনে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন এএফপি’র বাংলাদেশ এডিটর ফ্যাক্ট চেক বিশেষজ্ঞ কদরুদ্দীন শিশির।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: