প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

ফুটবলের সম্রাট পেলের যত রেকর্ড

   
প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০২২

ফুটবলের সম্রাট পেলে। তার পুরো নাম এডসন অ্যারান্তেসে দো নাসিমেন্তো। তাঁর নামে ফুটবল বিশ্ব শ্রদ্ধায় মাথা অবনত করে। তিনি চলে পাড়ি জমালেন ওপারে। ৮২ বছর বয়সে তিনি জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত একটায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ক্যানসার আক্রান্ত ব্রাজিলের কিংবদন্তি এই ফুটবলার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কিংবদন্তির চিরতরে দেহান্তরের আগে রেখে গেছেন তার করে যাওয়া বেশ কিছু রেকর্ড। যেগুলোর মধ্য দিয়ে তিনি আজীবন ফুটবল বিশ্বে জীবিত থাকবেন।

এর মধ্যে রয়েছে তিনবার বিশ্বকাপ জয়ের রেকর্ড একমাত্র পেলের। পেলে ছাড়া বিশ্ব ফুটবলে আর কারও তিনবার বিশ্বকাপ জেতার রেকর্ড নেই। এই কিংবদন্তি ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭২ সালে বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসে নিজের নাম স্থায়ী করে যান।

১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে গোল করেছিলেন পেলে। ওই গোলের সুবাদেই জিতেছিল ব্রাজিল। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৩৯ দিন। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ফুটবল ইতিহাসে নাম লেখান তিনি।

বিশ্বকাপে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেও তিনি করেন হ্যাটট্রিক। ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ফুটবলের কালো মানিক পেলে। এর মধ্য দিয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেব হ্যাটট্রিক করেন তিনি। তখন তার বয়স ছিল ১৭ বছর ২৪৪ দিন।

ক্লাব ও দেশের হয়ে গোলের সংখ্যায় রেকর্ড। পেলে এক হাজার ৩৬৩টি ম্যাচ খেলে মোট গোল করেছিলেন এক হাজার ২৮১টি, যা বিশ্ব রেকর্ড। এর মধ্যে ব্রাজিলের জার্সিতে করেছেন ৯২ ম্যাচে ৭৭টি। ফ্রেন্ডলিতে ৩৪টি, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৬টি, বিশ্বকাপে ১২টি, কোপা আমেরিকায় ৮টি এবং অন্যান্য টুর্নামেন্টে ১৭টি গোল করেছিলেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: