ঘাটাইলে ইউপি নির্বাচন: নৌকা প্রতীকে ৪, স্বতন্ত্র ১ বিজয়ী

শফিকুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে: ঘাটাইল উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে চারজন এবং স্বতন্ত্র প্রার্থী একজন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে পাঁচ টা পর্যন্ত ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘাটাইল উপজেলায় ৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
চেয়ারম্যান পদে উপজেলার সন্ধানপুর ইউনিয়নে নৌকা প্রতীকে মো. বেলায়েত হোসেন বেলাল, সংগ্রামপুর ইউনিয়নে স্বতন্ত্র ঘোড়া প্রতীকে মো. গিয়াস উদ্দিন বাবু, রসুলপুর ইউনিয়নে নৌকা প্রতীকে কাজী মাহবুব-উল-হক মাসুদ, লক্ষিন্দর ইউনিয়নে নৌকা প্রতীকে মো. সাইদুর রহমান ও ধলাপাড়া ইউনিয়নে নৌকা প্রতীকে শফিকুল ইসলাম জয়লাভ করেছেন।
উপজেলা নির্বাচন অফিস জানায়, ঘাটাইল উপজেলার ৫টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন এক লাখ দুই হাজার ৩শ ৭৫ জন।
এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম কামরুল হাসান জানান, অবাধ ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল নির্বাচনী এলাকায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য, ১৪ থেকে ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়াও পুরো নির্বাচনী এলাকায় ১ প্লাটুন বিজিবি মোতায়েন ছিলো।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: