মানিকছড়িতে পরিত্যক্ত শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) থেকে: মানিকছড়ি উপজেলাধীন উত্তর গাড়ীটানা ত্রিপুরা পাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস কর্তৃক স্থাপিত উপানুষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনায় সেঁমিপাকা ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে যথা সময়ে স্থানীয়রা আগুন নেভাতে ছুটে আসলেও পানির অভাবে তা সম্ভব হয়নি। যার ফলে পুরো ঘর ও ঘরে থাকা অন্যান্য মালামাল পুরে যায়। গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস কর্তৃক পরিচালিত উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রটির প্রকল্প শেষ হয়ে যাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় পরিত্যাক্ত অবস্থায় ছিল সেঁমিপাকা টিনশেটের এই প্রতিষ্ঠানটি। তবে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে পরিত্যাক্ত প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পড়ে যায়। তবে স্থানীয়রা যথাসময়ে আগুন নেভাতে ছুটে আসলেও পানির অভাবে আগুন নেভানো সম্ভব হয়নি। কারেন্ট না থাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে যেহেতু অগ্নিকান্ডের সূত্রপাতের কোনো সুযোগ নেই, সেহেতু এটিকে পরিকল্পিতভাবে কেউ না কেউ অগ্নিকান্ড ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। অগ্নিকান্ডেরর এ ঘটনায় প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান কমাতে দ্রুত ফায়ার স্টেশনের দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জয়নাল আবেদীন ও স্থানীয় এলাকাবাসী।
কবে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে মানিকছড়ি থানা পুলিশের একটি টিম।
প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: