পেলে মনে করে ভিনি’র আত্মার শান্তি কামনা করলেন মধুমিতা

ছবি: সংগৃহীত
মারা গেছেন ফুটবলের কিংবদন্তি পেলে। তার মৃত্যুতে গোটা ফুটবল দুনিয়া শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে শোক প্রকাশ করছেন। কলকাতার পাখি খ্যাত অভিনেত্রী মধুমিতা পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
তবে এখানে একটি বড় ভুল করে ফেলেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী। আত্মার শান্তি কামনা করতে পেলের সঙ্গে বর্তমান সময়ের ব্রাজিলিয়ান দলের তরুণ তারকার লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের ছবিও ব্যবহার করে ফেলেন।
আর এতেই নেট দুনিয়া ক্ষেপে যায়। ব্যাপক তোপের মুখে অভিনেত্রী নতুন পোস্ট দিলেও ভক্তরা সেখানে গিয়েও ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন।
একজন লিখেছেন, তুমি টলিডের একজন বড় অভিনেত্রী, তুমি যখন কোনো কিংবদন্তিকে নিয়ে কিছু একটা পোস্ট করবে, তখন মনে রাখবে তুমি কী শেয়ার করছ। এটা ছোট ভুল কিন্তু বড় ধরনের অপমান। তোমার ভালোর জন্যই এটা মনে রেখো।
৮২ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে স্থানীয় সময় বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন পেলে। ব্রাজিল কিংবদন্তি পেলের মেয়ে কেলি নাসিমেন্তো ইনস্টাগ্রামে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরণ রোগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছিলেন পেলে। কেমোথেরাপি কাজ না করায় গত নভেম্বরে হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তিকে। কিন্তু অবস্থা খারাপের দিকেই যেতে থাকে। তাই তখন থেকেই ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: