আল্লাহ আল্লাহ করছিলাম যেন মেট্রোরেলে উঠতে পারি: লুঙ্গি পড়া সোলাইমান

সকাল তখন সাড়ে ৭টা ছুঁই ছুঁই। শীতের কুয়াশায় সূর্যের আলো তখনো ঝাপসা। এরই মাঝে যেন উত্তাপ ছড়াচ্ছে মেট্রো রেলের প্রথম যাত্রার অপেক্ষা। ঠিক সকাল ৮টা ৩৩ সেকেন্ডে হুইসেল বাজিয়ে যাত্রী নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম মেট্রো রেল।
দেশের প্রথম মেট্রো রেলে সরেজমিন ভ্রমণের সময় দেখা যায়, ট্রেনে যারা প্রথম উঠছেন তারা সবাই উচ্ছ্বসিত। সবাই ট্রেনে উঠে প্রথমে উল্লাস প্রকাশ করছেন।
তবে তাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন একজন। মেট্রো রেলের একটি কোচে ছলছল চোখে আসনে বসে আছেন মো. সোলাইমান। কারওয়ান বাজার থেকে এসেছেন। থাকেনও সেখানে। তার চোখে পানির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘স্টেশনে এসে সবাই দেখি যে প্যান্ট পরা। আমি দেখি যে লুঙ্গি পরা। এ জন্য চিন্তা করছিলাম আমারে কি উঠতে দিব, নাকি দিব না। মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম। আল্লাহ, যেন উঠতে পারি। আল্লাহ, গেট দিয়ে যেন ঢুকতে পারি। গেট দিয়ে যখন ঢুকতে পারছি তখন মনে মনে কই, আল্লাহ, মেট্রো রেলে উঠতে পারলাম। এটা মানুষকে বলব, সাথের লোককে বলতে পারব প্রথম দিন মেট্রো রেলে উঠছি। অন্য যাত্রীরা সেলফি তুলছেন, ভিডিও করছেন। অনেকেই ভিডিও কলে কথা বলছেন, দেখাচ্ছেন বাইরের দৃশ্য।
যাত্রীরা বলছেন, এমআরটি পাস নিতে একটু লেট হয়েছে। আর এটাই স্বাভাবিক। কারণ প্রথম অবস্থায় অভ্যস্ত হওয়ার বিষয় রয়েছে। তবে দেখে ভালো লাগছে, দেশে এখন ডিজিটাল পদ্ধতিতে টিকিট কাটতে পারছি। দেশ এখন ডিজিটাল।
ইমদাদ/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: