‘নেত্রকোনা জেলার সাহিত্য কর্ম দিয়েই ময়মনসিংহ অঞ্চল সমৃদ্ধ হয়েছে’

নেত্রকোণা জেলার সাহিত্য কর্ম দিয়ে বৃহত্তর মহয়নসিংহকেও সমৃদ্ধ করেছে। তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। নেত্রকোনা ও কিশোরগঞ্জ বাংলাদেশের উল্লেখযোগ্য স্থান, কবি সাহিত্যিক লেখকদের চারণ ভূমি হিসেবে পরিচিত নেত্রকোনা জেলা। নেত্রকোনাকে সংস্কৃতির সৃষ্টি বলা চলে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে দুই দিনব্যাপী নেত্রকোনা জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তৃতায় স্থানীয় পাবলিক হলে এসব কথা বলেন তিনি বলেন বিশ্বের তুলনায় বাংলাদেশে সবচেয়ে বড় পরিসরে বই মেলা অনুষ্ঠিত হয়। রাজধানী ঢাকা শহরে প্রতি বছরই প্রায় ৭ লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এত বড় পরিসরে মাস ব্যাপী বই মেলা বিশ্বের অন্য কোথায়ও হয় না বলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপিনেত্রকোনা জেলা সাহিত্য সংস্কৃতির দিক থেকে অনেক সমৃদ্ধ। এ জেলার সাহিত্য কর্ম দিয়ে বৃহত্তর মহয়নসিংহকেও সমৃদ্ধ করেছে। বৃৎত্তর ময়মনসিংহ এলাকার অশং হিসেবেই শুধুমাত্র এক সময় নেত্রকোনাকে চেনা হতো। তখন লেখা হয়েছিল বিশ্বখ্যাত ময়মনসিংহ গীতিকা। তৎকালীন সময়ে ময়মনসিংহ গীতিকা না লিখে এখন লিখা হলে গীতিকাটির নামাকরণ হয়ত করা হতো নেত্রকোনা গীতিকা বলেও মন্তব্য করেন তিনি।
জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমীর সমন্বয়ে জেলা প্রশাসন দু’দিন ব্যাপী ওই মেলার আয়োজন করে। মেলায় রয়েছে প্রবন্ধপাঠ, লেখক কর্মশালা, কবি কন্ঠে কবিতা ও ছড়া পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন- নেত্রকোনা-৩ আসনের এমপি অসীম কুমার উকিল, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শামীম খান, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শমছুল আলম লিটন প্রমূখ। আলোচনায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমীর পান্ডুলিপি সম্পাদক আবু শামস্ নূর মোহাম্মদ।
আলোচনা সভা শেষে প্রবন্ধ পাঠ করেন- প্রাবন্ধিক ও ছড়াকার সঞ্জয় সরকার, কবি ও প্রাবন্ধিক সরোজ মোস্তফা এবং গবেষক ও প্রাবন্ধিক রাখাল বিশ^াস। এসব প্রবন্ধকারদের প্রবন্ধ পাঠের পর প্রবন্ধগুলো নিয়ে আলোচনা করেন স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার এবং অধ্যাপক বিধান মিত্র।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: