প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

সাকিব-লিটন দুজনই থাকবেন কলকাতার একাদশে!

   
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ৩০ ডিসেম্বর ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর এবারের আসরে একই দলে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। বিদেশি তারকায় ঠাসা কলকাতার একাদশে দুই বাংলাদেশির একসাথে সুযোগ পাওয়া কঠিন। তবে ভারতের প্রখ্যাত গণমাধ্যম আনন্দবাজার দাবি করেছে, লিটন ও সাকিব দুজনই থাকবেন কলকাতার প্রথম একাদশে।

কলকাতা নাইট রাইডার্স এবার এক ঝাঁক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে। একাদশে বিদেশি খেলানো যাবে ৪ জন, অথচ প্রতি আসনের জন্য একাধিক ক্রিকেটারের তুমুল প্রতিদ্বন্দ্বিতা। রহমানউল্লাহ গুরবাজ নাকি লিটন দাস? লকি ফার্গুসন নাকি টিম সাউদি? এদিকে অলরাউন্ডারে ভরপুর দলে আছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, সাকিব আল হাসান ও ডেভিড ভিসা!

তবে আনন্দবাজার অনুমান করেছে কলকাতার সম্ভাব্য একাদশ। তাদের এই অনুমিত একাদশে আছেন সাকিব ও লিটন দুজনই। আনন্দবাজার লিখেছে, ‘গতবারের দলে বেশ কিছু ফাঁক তৈরি হয়েছিল। নিলামে বসার আগেই বেশ কিছু ক্রিকেটার তুলে নিয়ে সেটা ঢাকার কাজ করেছিল কলকাতা। বাকিটা হল নিলামে। এবারের আইপিএলে কলকাতার হয়ে ওপেন করতে পারেন লিটন দাস এবং এন জগদীশন।’

উইকেটরক্ষকের ভূমিকা পাওয়ার দৌড়ে থাকা আরেক বিদেশি আফগানিস্তানের গুরবাজকে একটু হলেও পিছিয়ে রেখেছে আনন্দবাজার। বাকি একাদশ কেমন হবে, তা জানিয়ে লিখেছে, ‘তিন নম্বরে শ্রেয়াস আইয়ার। চার নম্বরে নামতে পারেন নীতিশ রানা। ফিনিশারের দায়িত্বে এবারও থাকছেন আন্দ্রে রাসেল। তার সঙ্গে থাকবেন ভেঙ্কটেশ আইয়ার।’

আনন্দবাজারের মতে, সাকিবের একাদশে থাকার লড়াই হবে সুনীল নারাইনের সাথে। অবাক করা ব্যাপার হল, অনুমিত একাদশে নারাইনের বদলে সাকিবকে রেখেছে তারা, যাকে ছাড়া কলকাতার একাদশ কল্পনা করাও কঠিন! প্রতিবেদনে বলা হয়, ‘এবারের আইপিএলে সুনীল নারাইনের সঙ্গে প্রথম একাদশে ঢোকার লড়াই হতে পারে সাকিব আল হাসানের। শার্দূল ঠাকুরও রয়েছেন দলে। তার সঙ্গে পেস আক্রমণ সামলাবেন লকি ফার্গুসন এবং উমেশ যাদব। স্পিনার বরুণ চক্রবর্তীকেও খেলানো হতে পারে।’

আনন্দবাজারের অনুমিত কলকাতা নাইট রাইডার্স একাদশ: লিটন দাস, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: