গোপালপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২, ০৫:১০ পিএম

প্রবল উদ্দীপনায় দীর্ঘ তের বছর পর টাঙ্গাইলের গোপালপুরে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা শুক্রবার সকালে সূতি ভি.এম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৬১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৩টি কিন্ডার গার্ডেন (কেজি) এর মোট ৭৫৪জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন অনুপস্থিত ছিলেন।

জানা যায়, পরীক্ষায় টেলেন্টপুলে ৫০ জন ও সাধারণ পর্যায়ে প্রতি ইউনিয়নে তিন জন করে এবং পৌর সভায় প্রতি ওয়ার্ডে তিন জন করে সাধারণ বৃত্তি পাবে। পরীক্ষা পরিচালনা ও কক্ষ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ মল্লিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুর রহমান, সিনিয়র মৎস কর্মকর্তা সুদীপ ভট্রাচার্য ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: