মানিকছড়িতে সেনাবাহিনী ও বন বিভাগের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) থেকে: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানিকছড়ি উপজেলাধীন পান্নাবিল এলাকায় সেনাবাহিনী ও বনবিভাগের যৌথ অফিযানে বিপুল পরিমানে অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা।
শুক্রবার (৩০ ডিসেম্বর) উপজেলার পান্নাবিল এলাকায় মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সালমান তারেক রিফাত’র নেতৃত্বে একটি সি টাইপ টহল দল পাচারের উদ্দেশ্যে রাখা বিভিন্ন প্রজাতির কাঠের সন্ধান পায়। পরে মানিকছড়ি বনবিভাগের সহযোগিতায় দিনব্যপী অভিযান পরিচালনা করে আনুমানিক ৬১৮ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়।
দিনব্যাপী অভিযান শেষে সন্ধা সাড়ে ৬টার দিকে জব্দকৃত কাঠ উপজেলা রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরীর নিকট হস্তান্তর করে মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সালমান তারেক রিফাত। জব্দকৃত কাঠের মধ্যে ছিল, সেগুন, আকাশী ও গামারী কাঠ। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছেন উপজেলা বন কর্মকর্তা উহ্লামং চৌধুরী।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: