পরীমণির জীবনটা আমার জীবনের মতো: তসলিমা নাসরিন

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির সংসার ভাঙছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরী নিজেই। শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসের পর সংবাদমাধ্যমের কাছেও স্বামী শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই।’
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে পরী জানিয়েছেন, রাজের সঙ্গে এখনও বিচ্ছেদ হয়নি তার। তবে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাসা থেকে বের হয়ে এসেছেন তিনি। শিগগিরই রাজকে বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দিবেন।
এদিকে পরীর এমন স্ট্যাটাসের পরই ফেসবুকে এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। যেখানে তিনি মনে করেন, পরীমণির জীবনটা অনেকটা তার নিজের জীবনের মতো।
ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় তসলিমা নাসরিন বলেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে –। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল, এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে, ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: