সৌদির আল নাসেরেই যোগ দিলেন রোনালদো

অবশেষে গুঞ্জন ই সত্যি হলো। ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছেদের পর সবার চোখ ছিল রোনালদোর নতুন গন্তব্যের দিকে। তবে ঠিক কোন ক্লাবে এই পর্তুগিজ তারকা যোগ দিবেন তা নিয়ে ছিল অনিশ্চিয়তা। তবে স্প্যানিশ কিছু গণমাধ্যম দাবি করছিলো সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দিতে যাচ্ছেন তিনি। অবশেষে তাই হল, আনুষ্ঠানিকভাবে দুই বছরের জন্য আল নাসেরে যোগ দিলেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা।
আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রোনালদোকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সৌদির ক্লাবটি। চুক্তি অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি। ঠিক কতো টাকায় সিআরসেভেনের সঙ্গে চুক্তি হয়েছে সেটা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে, জানা গেছে প্রতি বছর ১৭৫ মিলিয়ন পাউন্ড করে পাবেন রোনালদো।
আল নাসেরের এক বিবৃতিতে রোনালদো জানান, ‘ভিন্ন একটি দেশে, নতুন একটি ফুটবল লিগে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’ বিশ্বকাপ শুরুর আগে বহুল আলোচিত-সমালোচিত এক সাক্ষাৎকারে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকপক্ষ ও কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেন রোনালদো। তারপর ‘দুই পক্ষের সমঝোতায়’ তার সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।
উল্লেখ্য, ৩৭ বছর বয়সী এই পর্তুগিজ তারকা অবশেষে ইউরোপের ফুটবলকে বিদায় জানিয়ে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ইউরোপের লিগে ১৮৩ ম্যাচ খেলে রেকর্ড ১৪০ গোল করা এই মহাতারকাকে আর হয়তো চ্যাম্পিয়নস লিগের মতো লড়াইয়ে দেখা যাবে না।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: