প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

   
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর ২০২২

আসাদ গাজী, শরীয়তপুর থেকে: প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় ১৪ টি ট্রাক নিয়ে পদ্মা নদীতে নোঙর করে রাখা হয় কামেনি ও কুমারী নামের দুটি ফেরি। পরে সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: