প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

মেট্রোরেলের গেট খুলবে সকাল সাড়ে ৭টায়, বন্ধ বেলা সাড়ে ১১টায়

   
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর ২০২২

স্বপ্নের মেট্রোরেলের যাত্রার পর থেকেই যাত্রীদের মধ্যে নিয়ম-কানুন মানার বেশ ভুলত্রুটি চোখে পড়েছে। এর মধ্যে ভুল ম্যাসেজের কারণে অনেকে মেট্রোরেল স্টেশনে পৌঁছে ভোগান্তির স্বীকার হচ্ছে। কারণ অনেকে জানে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত মেট্রোরেল চলবে। এসময়ে মেট্রোরেল চলবে ঠিকই, কিন্তু স্টেশনের গেইটে প্রবেশের সময়সীমা সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা। তাই অনেকে ১১টা ৪০ মিনিটে এসেও মেট্রোরেল চড়তে পারেনি।

শনিবার (৩১ ডিসেম্বর) আগারগাঁও স্টেশনে দেখা মিলেছে এমন চিত্র। অনেক যাত্রীকেই সময়ের পরে এসে ট্রেনে চড়তে না পেরে ফিরে যেতে দেখা গেছে।

স্টেশনে সংশ্লিষ্টরা এক কর্মকর্তা জানায়, মেট্রোরেলের চাকা ঘুরবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত। কিন্তু মেট্রোরেল প্রবেশ গেট খুলবে সাড়ে ৭টায় এবং বন্ধ হবে সাড়ে ১১টায়। কিন্তু যাত্রীরা মনে করেন সকাল ৮টা থেকে ১২টায় গেইটে প্রবেশ করতে পারবে। প্রবেশ গেট খোলা ও বন্ধ হওয়ার তথ্য না জানায় অনেকে মেট্রোরেল প্ল্যাটফর্ম থেকে ফিরে যাচ্ছেন।

মেট্রোরেল স্টেশনে কর্মরত এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ৩০ মিনিটের ভুল মেসেজের কারণে অনেকে শেষ সময়ে মেট্রোরেল স্টেশন থেকে ফিরে যাচ্ছেন। প্রচার করা উচিত মেট্রোরেলের প্রবেশ গেট খুলবে সাড়ে ৭টায় বন্ধ হবে সাড়ে ১১টায়। কারণ মেট্রোরেলের চাকা গড়ানোর আগে যাত্রী প্রস্তুত করতে হয়। এছাড়া কিছু যাত্রী স্টেশনে থেকে যায় এদের গন্তব্যে পৌঁছে দিতেও ৩০ মিনিট সময় হাতে রাখতে হয়।

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: