প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা

   
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ৩১ ডিসেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

বছরের শেষ দিনে দুই অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শনিবার (৩১ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।

সচিব পদে পদোন্নতি পাওয়া দুই জন হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব ড. মহিউদ্দিন আহমেদ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ কে এম শামিমুল হক সিদ্দিকী। এর মধ্যে ড. মহিউদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং এ কে এম শামিসুল হক ছিদ্দিকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এম আব্দুস সালামকে সিনিয়র সচিব করা হয়েছে। সেই সঙ্গে দুই সচিবের দফতর বদল করা হয়েছে। তারা হলেন-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: