প্রথম আলোর
বর্ষসেরা ক্রীড়াবিদ সাকিব

ছবি - সংগৃহীত
দেশের একটি জনপ্রিয় দৈনিকের দেওয়া ২০২১ সালের সেরা ক্রীড়াবিদ পুরস্কারে ভূষিত হয়েছেন সাকিব আল হাসান। তিনি পাঠকদের দ্বারা সেরা নির্বাচিত হন। সাকিবের সঙ্গে সেরার দৌড়ে ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, ফুটবলার তপু বর্মণ, আর্চারের রোমান সানা ও দিয়া সিদ্দিকী।
বর্ষসেরার পুরস্কার পাওয়ার পর সাকিব সবাইকে ধন্যবাদ দিয়ে বলেন, প্রতিবার পুরস্কার পেলে অনেক ভালো লাগে। যখন দিচ্ছিল, জানতে চাচ্ছিলাম ২০১৯ সালের পুরস্কারটা দেবে কি না। সে বছরটা ভালো ছিল, হয়তো পেতাম। পেলে সাতবার পুরস্কার পেতাম। সাকিব আরও বলেন, সতীর্থ, কোচিং স্টাফ, বোর্ডের সবাইকে ধন্যবাদ দেব। তাদের কারণে আমার পথটা সহজ ছিল। সবাই দোয়া করবেন, আরও বড় বড় জায়গায় পারফরম্যান্স দেখাতে পারি।
এদিকে, লিটন দাস হয়েছেন বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘এ পুরস্কার পেয়ে অনেক খুশি হয়েছি। আরও খুশি হতাম, যদি সামনে থেকে নিতে পারতাম। ভবিষ্যতে এটি আমাকে প্রেরণা দেবে। সবাই দোয়া করবেন, যাতে আরও ভালো পারফরম্যান্স করতে পারি।’ বর্ষসেরা ক্রীড়াবিদ রানারআপ হয়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি গত বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছিলেন। বল হাতে নিয়েছেন ৪০ উইকেট।
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হলেন দিয়া সিদ্দিকি। তার আগে শামরিন আক্তার, মোল্লা সাবিরা সুলতানা, ফৌজিয়া হুদা জুঁই, নাজমুন নাহার বিউটি, সালমা খাতুন, ববিতা খাতুন, জ উ প্রু, খাদিজাতুল কুবরা, শাহনাজ পারভীন মালেকা, মাবিয়া আক্তার, কৃষ্ণা রাণী সরকার, সাবিনা খাতুন, তহুরা খাতুন এ পুরস্কার জেতেন।
বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় ফুটবলের শাহেদা আক্তার। ১৬ বছর বয়সী ফরোয়ার্ড শাহেদা ছিলেন সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এর আগে রাসেল মাহমুদ জিমি, সাকিব আল হাসান, তামিম ইকবাল এ পুরস্কার জিতেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: