প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

বরগুনা জেলার সেরা তরুন করদাতা হলেন একে মিলন

   
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ১ জানুয়ারি ২০২৩

মোঃ মনিরুল ইসলাম, আমতলী (বরগুনা) থেকে: বরগুনা জেলার সেরা তরুন করদাতা হলেন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামের নাসিরউদ্দিন মোল্লার কনিষ্ঠ পুত্র একে মিলন। বরিশাল বিভাগের ৬ জেলার ৪৯ জন সেরা করদাতা, দীর্ঘমেয়াদে সর্বোচ্চ করদাতা, সেরা নারী করদাতা এবং সেরা তরুণ করদাতা হিসেবে এই চারটি ক্যাটাগরিতে এনবিআর এর সম্মাননা প্রদান করা হয়েছে।

তার মধ্যে বরগুনা জেলার সেরা তরুন করদাতা হিসাবে ক্রেস্ট গ্রহন করেন আমতলীর একে মিলন। বুধবার সকাল ১১ টায় বরিশাল নগরীর গ্র্যান্ডপার্ক হোটেলের হলরুমে এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সন্মানা পেয়ে বরগুনার তরুন করদাতা একে মিলন বলেন,সরকারের এমন উদ্যোগ সত্যি প্রশংসার দাবী রাখে,আমি দেশের উন্নয়নে নিজের অংশীদারিত্ব হতে পেরে আমি আনন্দিত।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আন্তর্জাতিক কর) মো. আব্দুল মজিদ। বরিশালের আঞ্চলিক কর কমিশনার কাজী লতিফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু।

অনুষ্ঠানে এনবিআর সদস্য মো. আব্দুল মজিদ বলেন, নতুন করদাতাদের উৎসাহ প্রদান এবং করদাতাদের মধ্যে প্রতিযোগীতা সৃষ্টির জন্য ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হচ্ছে। আগামীতে কর আহরণ আরও বাড়ানোর লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: