কেরানীগঞ্জে বই বিতরণ শুরু, চাহিদার তুলনায় যোগান ৫০ ভাগ

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৩, ০৩:১৯ পিএম

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: উৎসব মুখর পরিবেশে ঢাকার কেরানীগঞ্জ বছরের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে প্রথম দিনে উপজেলার চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের হাতে সমস্ত বই তুলে দিতে পারছে না উপজেলা শিক্ষা অফিস। রবিবার (১ জানুয়ারি) সকালে শাক্তা উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এম. পি.।

এ সময় বিদ্যালয়ের ৯ শতাধিক শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় অন্যানের মধ্যে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

উল্লেখ্য, কেরানীগঞ্জে এ বছর প্রাথমিকে এক লক্ষ ৮ হাজার ৫শত সেট ও মাধ্যমিকে প্রায় ৭ লক্ষ পিস বইয়ের চাহিদা রয়েছে। এর বিপরীতে মাত্র ৫০ শতাংশ বই হাতে পেয়েছে উপজেলা শিক্ষা অফিস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: