সাতক্ষীরায় ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ

ইমরান হোসেন, সাতক্ষীরা থেকে: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শীতের কুয়াশা মাখা সকালে সাতক্ষীরায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে রবিবার (১ জানুয়ারি) সকালে সিলভার জুবিলী মডেল বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষাথীদের হাতে ফুলসহ বিনামূল্যের নতুন বই তুলে দেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি প্রমূখ।
সাতক্ষীরা জেলায় প্রাথমিক ২ লক্ষ ৮৮৩ ছাত্র/ছাত্রীদের ১০ লক্ষ ৩৩হাজার ৫৫৮টি বই বিতরণ করা হবে। নতুন বই পেয়ে নতুন বইয়ের মৌ-মৌ-গন্ধে মেতে ওঠে সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষাথীরা।
পরে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথীদের পাঠ্য পুস্তক বিনামূল্যে বই বিতরণ করা হয়। জেলায় মাধ্যমিক বিদ্যালয়ে ২ লক্ষ ৮০ হাজার বই বিতরণ করা হবে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info[email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: