সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক বিশ্বসেরা গবেষকদের তালিকায়

কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের নাম উঠেছে বিশ্বসেরা গবেষকদের তালিকায়। অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত র্যাংকিংয়ে বিশ্বসেরা গবেষকদের মধ্যে জায়গা করে নিয়েছেন তারা। গত সোমবার (০২ জানুয়ারি) এডির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশিত হয়েছে।
তালিকায় সিসিএন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে প্রথম স্থান এবং বাংলাদেশের মধ্যে পাঁচ হাজার ৪২৯তম স্থানে আছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ইকবাল আহমেদ। তালিকায় স্থান করে নেওয়া অন্য দুই শিক্ষক হলেন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মুহসীনা জান্নাত ও আলী ইমরান। এ দিকে প্রথমবারের মতো এই তালিকায় সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্থান করে নেওয়ায় উৎফুল্ল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে সিসিএন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আলী হোসেন চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় গবেষণার সূতিকাগার। শিক্ষক-শিক্ষার্থীরা সবাই মিলে গবেষণায় মগ্ন থাকাটাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম পরিবেশ। উদীয়মান বিশ্ববিদ্যালয় হিসেবে সিসিএন বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষকের আন্তর্জাতিক তালিকায় অন্তর্ভুক্তি সত্যিই প্রশংসার দাবিদার।’
সিসিএন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে মানসম্মত শিক্ষা প্রদানের প্রত্যয়ে গবেষণাকাজকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য সিসিএন বিশ্ববিদ্যালয় হবে আন্তর্জাতিক মানের গবেষণাধর্মী পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। সেই লক্ষ্যে ধীরে ধীরে গবেষণা কার্যক্রমে জোর দিয়েছি। যার ফল আজ তিনজন শিক্ষকের নাম আন্তর্জাতিক গবেষকদের তালিকায় স্থান করে নেওয়া।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: