প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

‘জিয়া শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে অস্ত্র, শেখ হাসিনার তুলে দিয়েছে বই-খাতা’

   
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, ৪ জানুয়ারি ২০২৩

রাসেল শেখ, গাজীপুর থেকে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন,জিয়াউর রহমান শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন অস্ত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে দিয়েছেন বই-খাতা। বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু তারা হতে পারবে না। কারণ সাধারণ জনগণ তাদের সাথে নেই। সাধারণ জনগন আছে আমাদের সাথে। আশা করছি অচিরেই তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে।

বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ১০ শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে বিনা পয়সায় বছরের প্রথম দিন বই দিয়েছেন। রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা সহায়তা শেখ হাসিনার সরকার দিয়েছে। এখন না খেয়ে মানুষ মরেনা। তারা এতিমের টাকা আত্মসাত করেছে। যারা এতিমের টাকা আত্মসাত করতে পারে, তাদের কাছে কিভাবে ১৭ কোটি মানুষের সম্পদ নিরাপদ থাকতে পারে না।

এ সময় কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সিকদার মোশারফ প্রমুখ।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সহযোগিতায় উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ছয় শ কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: