প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শেখ রাজেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

পূর্ব শত্রুতার জেরে প্রাণ গেল সাংবাদিকের

   
প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, ১০ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দেওয়া নিয়ে দ্বন্দ্বে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতককে ছুরিসহ আটক করেছে। সোমবার (৯ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল অবকাশ পার্কে সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান আশিক (২৭)। তিনি শহরে মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং বাতিঘর নামে একটি মানবসেবা সংগঠনের কর্মী ছিলেন। হামলাকারীর নাম রায়হান। তিনি ভাদুঘর এলাকার বাসিন্দা।

আশিকের সহকর্মীরা জানায়, সপ্তাহ তিনেক আগে একজন রোগীকে রক্ত দেওয়া নিয়ে আশিকের সঙ্গে রায়হানের দ্বন্দ্ব হয়। সোমবার বিকেলে বাতিঘরের সভা শেষে ফারুকী পার্ক থেকে বের হলে রায়হানের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল আশিকের ওপর হামলা করে। এসময় তার বুকে, পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে ঘাতক রায়হানকে ছুরিসহ আটক করেছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: