প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত

দুর্দান্ত খেলা হৃদয়ের হাতে আট সেলাই

   
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ১১ জানুয়ারি ২০২৩

ছবি - সংগৃহীত

এবারের বিপিএলে দারুণ ফর্মে আছেন তৌহিদ হৃদয়। নিজের আলোয় দলকে আলোকিত করছেন তিনি। অবিশ্বাস্য ব্যাটিংয়ে সিলেট স্ট্রাইকার্সের জয়রথ ছুটছে। তবে গতকাল মুদ্রার উল্টো পিঠও দেখেছেন এই তরুণ ব্যাটার। ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন হৃদয়। আঘাত প্রাপ্ত আঙুলে আটটি সেলাই লেগেছে তাঁর।

এর জন্য দুই সপ্তাহের মতো মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। পুনর্বাসন ও ফলোআপের জন্য এই দুই সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছে দলটির মেডিকেল টিম। দলীয় ১২ তম ওভারে পয়েন্টে চোট পেয়েছেন হৃদয়। রেজাউর রহমান রাজার করা ওভারের দ্বিতীয় বলে প্রতিপক্ষের ব্যাটার নাসির হোসেনের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পান তিনি।

ঢাকাকে ৬২ রানে হারানোর ম্যাচে সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিয়ার সেরা ৮৪ রানের ইনিংস খেলেছেন হৃদয়। ৪৬ বলের ঝোড়ো ইনিংসটি সমান ৫ চার ও ছয়ে সাজিয়েছিলেন তিনি। দলের চার ম্যাচের তিনটিতে ফিফটি করেছেন হৃদয়। ম্যাচসেরার হ্যাটট্রিকও করেছেন তিনি। ৮ পয়েন্ট নিয়ে দল যেমন শীর্ষে আছে তেমনি ব্যাটিং তালিকাতে তিনি শীর্ষে। ৪ ম্যাচে ১৯৫ রান নিয়ে রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে আছেন এই প্রতিভাবান ব্যাটার।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: