দালালদের চিহ্নেই মুশকিল আসান, না.গঞ্জ পাসপোর্ট অফিসে ছদ্মবেশে দুদক কর্মকর্তারা

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের অনিয়ম-দুর্নীতি নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ দীর্ঘদিনের। দালালদের সাংকেতিক চিহ্ন ছাড়া কোনোভাবেই পাসপোর্ট মেলে না, এমনটি একরকম ‘ওপেন সিক্রেট।’ সেবাপ্রত্যাশীদের সীমাহীন অভিযোগের ফলে
ছদ্মবেশে পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাদের লাইনে দাঁড়ালেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তারা।। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুদকের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম ওই অভিযান পরিচালনা করে।
দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক ওমর ফারুকের নেতৃত্বে সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন ও উপসহকারী পরিচালক মো. আলম মিয়ার সমন্বয়ে গঠিত টিম ওই অভিযান পরিচালনা করেন।
তথ্যটি নিশ্চিত দুর্নীতি দমন কমিশন (দুদক) নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক মঈনুল হাসান রওশনী। তিনি জানান, নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহকদের হয়রানি ও ঘুষ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করে দুদক। অভিযানকালে দুদক টিম প্রথমে ছদ্মবেশে পাসপোর্ট অফিসে আগত সেবা গ্রহীতাদের লাইনে দাঁড়িয়ে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং গ্রাহকদের আবেদনে কোনও মার্ক বা বিশেষ চিহ্ন আছে কি না তা পর্যবেক্ষণ করে। দুদক টিম সেবাগ্রহীতার নিকট থেকে তথ্য সংগ্রহ করে জানতে পারে যে, পাসপোর্ট অফিসের পার্শ্ববর্তী দোকানে থাকা দালালদের মাধ্যমে অতিরিক্ত অর্থের বিনিময়ে পাসপোর্ট সেবা পাওয়া যায়। পরবর্তীতে দুদক টিম পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেনকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
অভিযানকালে দুদক টিম অফিসের প্রতিটি কক্ষ পরিদর্শন করে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতিমুক্তভাবে জনগণকে সেবা প্রদানের পরামর্শ দেয়। এছাড়া সেবাগ্রহীতাদের অভিযোগ সম্পর্কে তাদেরকে অবহিত করা হয় এবং উক্ত বিষয়ে সর্তক করা হয়। অভিযান প্রসঙ্গে পরবর্তীতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: