প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কেরানীগঞ্জে আগুনে বসতবাড়ি ভস্মীভূত

   
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, ১৪ জানুয়ারি ২০২৩

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার কেরানীগঞ্জে আগুনে বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার জয়নগর কবরস্থানের পাশে একটি কলোনী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহ আলমের মালিকানাধীন আটটি টিনশেড ঘর ও মোহাম্মদ আলীর মালিকানাধীন দুইটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশেপাশের ঘরগুলো রক্ষা পেয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ হানিফ জানান, সন্ধ্যা ৭:০২ মিনিটে আগুনের সংবাদ পেয়ে ৭:১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আমাদের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদপুর ও হাজারিবাগ থেকে দুটি ইউনিট সাহায্যের জন্য রওনা দিলে আগুন নিয়ন্ত্রণে আশায় পথিমধ্যে থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ও এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: