প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

শাহাদুল ইসলাম সাজু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

   
প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, ১৪ জানুয়ারি ২০২৩

মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে জয়পুরহাট জেলা শহরের কাশিয়াবাড়ি এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে ৮টার সময় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তাফা জামান জানান, গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ী হচ্ছেন পার্শবর্তী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের নবীর উদ্দিনের ছেলে নুরনবী ওরফে লুৎফর রহমান (৩৭) ও কুদ্দুস আলীর ছেলে সাদেকুল ইসলাম বুদু (২৬)। গোপন সংবাদে খবর পেয়ে র‌্যাব জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র‌্যাব সদস্য শহরের কাশিয়াবাড়ি এলাকায় অভিযান চালায়।

এ সময় সাড়ে ১৪ কেজি গাঁজাসহ ওই দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে গাঁজাসহ একটি মোটরসাইকেল, মোবাইল সেট ৩টি ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৩শ টাকা উদ্ধার করা হয় বলে জানান, স্কোয়াড কমান্ডার মাসুদ রানা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে জয়পুরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: