প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি পেলেন শিবিরের হামলায় পা হারানো ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ০৭:১২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চাকরি পেয়েছেন পা হারানো ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে সেকশন অফিসারের সমমানে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে স্টোর অফিসার পদে তাকে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ চাকরিতে যোগদান করেছেন। চাকরি পেয়ে তিনি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

খোজ নিয়ে জানা যায়, গত ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মীর তাফেয়া সিদ্দিকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো এক চিঠিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে আব্দুল্লাহ আল মাসুদকে নিয়োগ দিতে নির্দেশক্রমে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির প্রেক্ষিতে গত ২০ ডিসেম্বর নেতা আব্দুল্লাহ আল মাসুদকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্টোর অফিসার পদে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ বলেন, চাকরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করি। পরে প্রধানমন্ত্রীর মহানুভবতায় বিশ্ববিদ্যালয়ে চাকরি পেয়েছি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে ক্লাসের উদ্দেশ্যে যাওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে হামলার শিকার হন ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। এতে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আর বাম পাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় তিনি রাবি শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: