তাহিরপুরে বর্ধিত গুরমার বাঁধ নির্মাণ বিষয়ে সরজমিন পরিদর্শনে জেলা প্রশাসক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বর্ধিত গুরমার বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণের বিষয়ে জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন পরিদর্শন করেছেন। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাওরে এই বাঁধের বিষয়ে খোঁজ খবর নেন ও কৃষক এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন।
এ সময় স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাসান উদ দোলা, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী ও তাহিরপুর উপজেলা দায়িত্ব প্রাপ্ত্য সাইকাত সোসেন, ইউপি সদস্য শিমুল আহমদ প্রমুখ। এসময় তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বর্ধিত গুরমার বাঁধ নির্মাণের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে পরে জানানো হবে বলে জানাযায়।
উল্লেখ, অন্যান্য বছর বর্ধিত গুরমার বাঁধ হলেও এবার না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জনসাধারণের দাবী জানিয়েছেন গত বছরের মত এবারও বাঁধ নির্মাণের।
এদিকে উপজেলার বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে জন্য ৩০টি পিআইসির অনুমোদন দেয়া হয়েছে। বাকী গুলো এখনও পর্যন্ত অনুমোদন হয়নি। সরকারী নীতিমালা অনুসারে এবারও সময় মত বাঁধ নির্মাণ কাজ শুরু না হওয়ার কারনে ফসলহানীর আশংকায় উৎবেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে কৃষক পরিবার গুলোতে। উপজেলার এই পর্যন্ত ৭টি পিআইসি কাজ চলছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: