প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আবু রায়হান সরকার

নোয়াখালি প্রতিনিধি

কন্যা ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

   
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২৩

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় কন্যাকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এরআগে, গতকাল দুপুরের দিকে উপজেলার বজরা ইউনিয়নের রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই ভিকটিমের পিতার নাম আবুল কাশেম (৪৮)। সে চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত মজিবুল হকের ছেলে। ধর্ষণের ঘটনায় মেয়ে বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা দীর্ঘদিন প্রবাসে থাকায় তার বাবা এবং ছোট ভাই মিলে একটি ভাড়া বাড়িতে বসবাস করে থাকেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে তার জন্মদাতা পিতা জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করার চেষ্টা করলে তার চিৎকার করে এলাকাবাসীরা জড়ো হয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় থানায় গিয়ে মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিডি২৪লাইভকে বলেন, আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: