প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আব্দুল বাশির

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনের উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

   
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনের অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তফশীল অনুযায়ী প্রতীক বরাদ্দের নির্ধারিত দিন সোমবার (১৬ জানুয়ারি) এ কার্যক্রম সম্পন্ন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা এ কে এম গালিভ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলমকে মাথাল ও চাঁপাইনববাগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটকে আপেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যান্য প্রার্থীরা তাদের দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জিয়াউর রহমানকে নৌকা, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক লাঙল, জাকের পার্টির গোলাম মোস্তফাকে গোলাপ ফুল, বিএনএফের নাবীউল ইসলামকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে, চাঁপাইনবাবঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওদুদকে নৌকা, বিএনএফে কামরুজ্জামান খানকে টেলিভিশন প্রতীক বরাদ্দ পান।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: