প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আবু রায়হান সরকার

নোয়াখালি প্রতিনিধি

নোয়াখালীতে অবৈধ ৩০ দোকান ভাঙলো গণপূর্ত বিভাগ

   
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, ১৬ জানুয়ারি ২০২৩

নোয়াখালীতে ৩০টি অবৈধ দোকান ভেঙে গুড়িয়ে দিয়েছে গণপূর্ত বিভাগ। সোমবার (১৬ জানুয়ারি) বিকালে মাইজদী হাউজিং ফ্ল্যাট রোডের এ অভিযান চালানো হয়।এতে নেতৃত্ব দেন গণপূর্ত অধিদপ্তর নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সাদ বিন আন্দালিব।

এ সময় তিনি বলেন,শহরের মধ্যে গণপূর্ত বিভাগের বহু জায়গা বেদখল হয়ে গেছে। সরকারের এসব মূল্যবান সম্পদ উদ্ধারে দখলদারদেরকে বার বার নোটিশ দিয়েও কোনো কাজ হয়নি। তাই আজ নিজেরাই ভেকো (স্ক্যাবেটর) মেশিন দিয়ে ৩০টির মতো স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় অনেক দোকানদার তাদের মালপত্রও সরিয়ে নিতে পারেননি। অনেকে জমির মালিকানা রয়েছে দাবি করে কাগজ নিয়ে বাধা দেওয়া চেষ্টা করেও ব্যর্থ হন। তবে স্থানীয়দের দাবি, বড় বড় রাঘববোয়ালদের স্থাপনায় না গিয়ে ছোট স্থাপনা উচ্ছেদ করে নিজেদের দায় সারছেন গণপূর্ত বিভাগ।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বিডি২৪লাইভকে বলেন,গণপূর্ত বিভাগ নোয়াখালীর উপ-বিভাগীয় প্রকৌশলী মো.এমদাদুল হক মিয়াঁ, সহকারী প্রকৌশলী (সিভিল) জাহিদ হাসানসহ সুধারাম মডেল থানার প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: