প্রচ্ছদ / সারাবিশ্ব / বিস্তারিত

ফুড ডেলিভারি দিতে গিয়ে তিনতলা থেকে ঝাঁপ, ডেলিভারি বয়ের মৃত্যু

   
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ১৭ জানুয়ারি ২০২৩

ছবি: সংগৃহীত

গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মাত্র ২৩ বছর বয়সী রিজওয়ানের। তিনি সুইগি ডেলিভারি বয় ছিলেন। গত ১১ ডানুয়ারি হায়দরাবাদে খাবার দিতে গিয়ে গ্রাহকের পোষা কুকুরের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে তিনতলা থেকে নীচে ঝাঁপ দিয়েছিলেন রিজওয়ান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে গত শনিবার তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, গত ১১ জানুয়ারি খাবার ডেলিভারি করতে গিয়ে গ্রাহকের কুকুরের তাড়া খেয়েছিলেন রিজওয়ান। ভয় পেয়ে দৌড় লাগান তিনি। সেই সময় তিনতলা থেকে নীচে পড়ে গিয়েছিলেন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি। এই ঘটনায় পোষ্যের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে বানজারা হিলস থানা। অভিযুক্ত কুকুরের মালিকের নাম শোভনা। তিনি লুম্বিনি রক ক্যাসেল অ্যাপার্টমেন্টের বাসিন্দা।

বানজারা হিলস থানার পুলিশ ইন্সপেক্টর নরেন্দ্র জানান, ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় (অবহেলার কারণে মৃত্যু) একটি মামলা নথিভুক্ত করা হয়েছে শোভনার বিরুদ্ধে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোষা কুকুর ফুড ডেলিভারি বয়ের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছিল কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানায়, রিজওয়ান গ্রাহকের দরজায় উপস্থিত হলে কুকুরটি তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে। কুকুরের কাছ থেকে পালানোর সময় রিজওয়ান রেলিং ডিঙিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন। তবে পা পিছলে নীচে পড়ে যান তিনি। এর জেরে মাথায় গুরুতর আঘাত পান রিজওয়ান। এরপর পোষ্য কুকুরের মালিক শোভনাই তাঁকে নিজাম ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ভর্তি করেন।

জানা গিয়েছে, শোভনার পোষা কুকুর একটি জার্মান শেফার্ড। তদন্তকারী পুলিশ কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে বলেন, ‘রিজওয়ান যখন গ্রাহকের কাছে পার্সেলটি দিতে গিয়েছিলেন, তখন তাঁর পরিবারের পোষা কুকুরটি ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে তাঁকে ধাক্কা দেয়। হামলার ভয়ে রিজওয়ান নিরাপত্তার জন্য দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু কুকুরটি তাঁকে তাড়া করলে তিনি বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে লাফ দেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় হাসপাতালে মৃত্যু হয় রিজওয়ানের।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: