হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে মহাসড়কে ১৫টি বাস আটকে দিলো শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৬:০৭ পিএম

সাভারে ছয় শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে নীলাচল নামে একটি পরিবহনের ১৫টি গাড়ি আটকে দিয়েছিলেন শিক্ষার্থীরা। পরে পুলিশের মধ্যস্ততায় পরিবহন কর্তৃপক্ষ এসে হাফ পাসের দাবি মেনে নিলে বাসগুলো ছেড়ে দেন তারা। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, দুপুরের দিকে মানিকগঞ্জ থেকে বাইশ মাইল এলাকার মির্জা গোলাম হাফিজ কলেজে আসার জন্য ছয় শিক্ষার্থী নীলাচল পরিবহনের বাসে ওঠেন। এরমধ্যে বাথুলি এলাকায় ওয়েবিলের চেকার বাসে থাকা জাবি ও গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাফ পাস অনুমোদন করেন। তবে ওই ছয় কলেজ শিক্ষার্থীর হাফ পাস না কেটে তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান ওয়েবিল চেকার। এর জেরে শিক্ষার্থীরা বাইশ মাইল এলাকায় এসে মহাসড়কে চলাচলরত পরিবহনটির সব বাস আটকে দেন। এতে ১৫টি বাস অবরোধের মুখে পড়ে। পরে পুলিশের মধ্যস্ততায় পরিবহন কর্তৃপক্ষ এসে হাফ পাসের দাবি মেনে নিলে বাসগুলো ছেড়ে দেন শিক্ষার্থীরা।

মির্জা গোলাম হাফিজ কলেজের উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থী ফয়সাল আহমেদ ও আব্দুল আলীম জানান, দুপুরে তারা কলেজে আসার পথে বাথুলিতে থাকা নীলাচল পরিবহনের চেকার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন ও হাফ পাস কাটবেন না বলে জানান। পরে তারা হাফ পাসের দাবিতে নীলাচল পরিবহনের বাস আটকে দেন। প্রায় আধা ঘণ্টা পর পরিবহন কর্তৃপক্ষ এসে হাফ পাসের দাবি মেনে নিলে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

নীলাচল পরিবহনের ভ্রাম্যমাণ পরিদর্শক ফয়সাল আহমেদ বলেন, আমাদের চেকারদের নির্দেশনা দেওয়া আছে শিক্ষার্থীদের হাফ পাস নেওয়ার। তবুও শিক্ষার্থীদের হাফ পাস না কাটায় ওই চেকারকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন থেকে হাফ পাস নেওয়া হবে।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ বিন করিম বলেন, শিক্ষার্থীরা সড়কে নীলাচল পরিবহনের কয়েকটি বাস আটকে দিয়েছিলেন। পরে মালিকপক্ষ এসে তাদের হাফ পাসের বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা আটকে রাখা বাসগুলো ছেড়ে দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: