বগুড়ায় অবৈধ ভাবে মাটি কাটার ৭টি ট্রাক্টর জব্দ

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ০৭:২৫ পিএম

বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে মাটি কেটে ও বালু তুলে বহন করে সরকারি রাস্তা নষ্ট করার অপরাধে বালু ভর্তি সাতটি ট্রাক্টর জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউপির দুর্গাপুর এলাকা থেকে এসব ট্রাক্টর জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আদমদীঘির ছাতিয়ানগ্রাম এলাকার জনৈক বাপ্পি নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে আবাদি জমি কেটে মাটি ও বালু উত্তোলন করে উপজেলার বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছিল।

মঙ্গলবার দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার দুর্গাপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মাটি ও বালু বহন করার অপরাধে ৭টি ট্রাক্টর জব্দ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: