হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৮

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৮ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী কিয়েভের বাইরে একটি কিন্ডারগার্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটে। আজ বুধবার (১৮ জানুয়ারি) ইউক্রেনীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় পুলিশ প্রধান ইগোর ক্লাইমেনকো জানান, এখন পর্যন্ত জানা গেছে এই হেলিকপ্টার দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২ শিশুও আছে।তিনি বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা। সেই তালিকায় স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাসত্রিস্কি আছেন।তবে কী কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সেই কারণ এখনো জানা যায়নি ।
কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে জানান, কিয়েভের বাইরে ব্রোভারিতে শিশুদের একটি স্কুল এবং আবাসিক ভবনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার সময় স্কুলটিতে শিশু ও কর্মকর্তারা ছিলেন। তবে পরবর্তীতে তাদের সরিয়ে নেয়া হয়েছে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: