প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ ইমরান হোসেন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ভুয়া এনএসআই সহকারি পরিচালক আটক

   
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ১৮ জানুয়ারি ২০২৩

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহকারি পরিচালক পরিচয়দানকারী এক প্রতারককে আটক করা হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে কলারোয়া সীমান্তের হিজলদী বিজিবি ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক প্রতারক রুম্মান হোসেন (৩৫) নড়াইলের জেলার লোহাগড়া উপজেলার চাচই ধানিয়র গ্রামের কাশেম শেখের ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা জানান, বিকেলে প্রতারক রুম্মন হোসেন কলারোয়া সীমান্তের হিজলদী বিজিবি ক্যাম্পে যায়। সেখানে সে নিজেকে এনএসআইয়ের সহকারি পরিচালক পরিচয় দেয়। পরবর্তীতে গতিবিধি সন্দেহ হলে হিজলদি বিওপির ক্যাম্প কমান্ডার আবুল কাশেম সাতক্ষীরার এনএসআই অফিসের সহায়তায় তার পরিচয় নিশ্চিত হন।

তিনি বলেন, পরবর্তীতে এনএসআই সাতক্ষীরার একটি টিম তাকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রতারক রুম্মন হোসেনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: