অস্ট্রেলিয়ান ডেভিড মুরকে নিয়োগ দিল বিসিবি

অস্ট্রেলিয়ান ডেভিড মুরকে দেশের ক্রিকেটে হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। ইতিমধ্যেই বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই ৫৮ বছর বয়সী সাবেক ওয়েস্ট ইন্ডিজ কোচ। গতকাল (বুধবার) রাতে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় বিসিবি। ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করার কথা মুরের।
বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ও বাংলা টাইগার্সের কার্যক্রমের পরিকল্পনা ও কৌশল সাজানোসহ এসব বিভাগের সব কাজ বাস্তবায়নের কাজ করবেন ডেভিড মুর। এর সঙ্গে কোচদের অগ্রগতির বিষয়েও খোঁজ রাখবেন সাবেক এই অস্ট্রেলিয়ান।
এদিকে বিসিবির হয়ে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত ডেভিড মুর। জানিয়েছেন নিজের অভিব্যক্তিও। বলেছেন, ‘দায়িত্ব পেয়ে আমি বেশ রোমাঞ্চিত। প্রধান কোচ, তার কোচিং ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করা ও খেলোয়াড়দের প্রতিভা বিকাশে সহায়তা করতে আমি মুখিয়ে আছি। গুরুত্বপূর্ণ কয়েকটি প্রোগ্রামের দায়িত্ব পেয়ে আমি খুশি। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে ক্রিকেটারদের সুযোগ করে দেবে এসব প্রোগ্রাম।’
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন মুর। এর বাইরে কোচিং ক্যারিয়ারে একাধিক দলের সঙ্গে কাজ করেছেন তিনি। নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের জেনারেল ম্যানেজার ও হেড অব কোচ ডেভেলপমেন্ট ছিলেন ডেভিড। তাছাড়াও কাজ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সেন্টার অব এক্সিলেন্সের সিনিয়র কোচ হিসেবেও।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে মুরের সবচেয়ে বড় দায়িত্ব ছিল ক্যারিবিয়দের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ২০০৪ সালে যোগ দেন তিনি। সেখানে কাজ করেছিলেন তখনকার প্রধান কোচ বেনেট কিংয়ের সঙ্গে। তাছাড়াও কিংয়ের সঙ্গে ২০০২ সালে অ্যাডিলেডে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাডেমিতেও কাজ করেছিলেন ডেভিড মুর।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: