প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ইসমাইল হোসেন রবিন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পুনাক

   
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২৩

লক্ষ্মীপুরে ছিন্নমূল ও শীতার্ত ৪ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরীর পক্ষে লক্ষ্মীপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি সেলিনা মাহ্ফুজ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে কম্বল বিতরণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সদর সার্কেল সোহেল রানা, ডিআই ওয়ান আজিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোসলেহ্ উদ্দিন ও বিভিন্ন থানার কর্মকর্তারা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার বলেন, সবাই মিলে চাইলে সুন্দর পৃথিবী গড়ে তোলা সম্ভব। নিজেদের পাশাপাশি সুবিধাবঞ্চিত অসহায় মানুষও আমাদের পরিবারের অংশ। তাই সুবিধাবঞ্চিত অসহায় ও দিনমজুর যেন শীতে কষ্ট না পায় সেজন্য এ সামান্য সহযোগীতা দেয়া হলো। আমরা চাইলে অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: