প্রচ্ছদ / ক্যাম্পাস / বিস্তারিত

মোঃ কামরুল হাসান

ক্যাম্পাস প্রতিনিধি (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়)

নজরুল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ক্লাবের কমিটি গঠন

   
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) প্রকাশিত প্রতষ্ঠাকালীন কমিটিতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ রিদওয়ানুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে সাব্বির মিয়া মনোনীত হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রাতুল রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষের দায়িত্বে মাঈশা আক্তার মুনা, ডিরেক্টর পদে সরোয়ার জাহান জয় এবং চিফ কো-অর্ডিনেটর পদে পারভেজ মিয়া আছেন। এছাড়াও কমিটির বিভিন্ন পদে মার্কেটিং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা রয়েছে।

মার্কেটিং ক্লাব নিয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট রিদওয়ান বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাব শুধু ডিপার্টমেন্টাল ক্লাব নয়, একই সাথে এটি একটি বিজনেস ক্লাব। নতুন ডিপার্টমেন্ট ও এ ক্লাবিং জগতে নতুন হওয়ার পরেও এতো বড় একটি স্টেপ নিতে আমরা ইচ্ছা প্রদর্শন করতে পেরেছি বলে আমি আমার সহপাঠী ও বিভাগ নিয়ে গর্বিত। এ সংগঠনকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সে জন্য আমরা সকলে দোয়া প্রার্থী।”

সাধারণ সম্পাদক সাব্বির বলেন, “বর্তমান সময়ে মার্কেটিং বিষয়ের চাহিদা আকাশচুম্বী। তবে মার্কেটিং এ প্রায়োগিক বিষয় এর উপর বেশি গুরুত্ব দেয়া হয়।আর এই প্রায়োগিক জ্ঞান অর্জনের জন্য কাজ করবে আমাদের মার্কেটিং ক্লাব। আমাদের স্লোগান হচ্ছে ‘LEARN WHERE THE MARKET IS GOING’ অর্থাৎ সময়ের প্রেক্ষাপটে প্রয়োজনীয় দক্ষ মার্কেটার ও উদ্যোক্তা ডেভেলপমেন্টের কাজ করব আমরা। নজরুল বিশ্ববিদ্যালয় মার্কেটিং ক্লাবের প্রতিষ্ঠাকালীন জেনারেল সেক্রেটারির দায়িত্ব একটু বেশিই চ্যালেঞ্জিং হবে। তবে, আশাকরি সবাইকেই একসাথে নিয়ে ইনশাআল্লাহ এই ক্লাব আগামী একবছরের মধ্যেই ক্যাম্পাস ও জাতীয় পর্যায়ে রোল মডেল হবে।”

ক্লাবটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভাগটির ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৌমিত্র শেখর দে। এছাড়াও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল মোমেন, প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা, প্রভাষক মাহমুদা আক্তার এবং প্রভাষক সুমনা আক্তার সুমি ক্লাবটির উপদেষ্টা হিসেবে যুক্ত আছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: